সাপও কি আত্মহত্যা করে? দেখুন আজব সেই ভিডিও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/20/photo-1566303894.jpg)
যুক্তরাষ্ট্রের ফরগটেন ফ্রেন্ড রেপটাইল অভয়ারণ্যে সম্প্রতি একটি সাপের কাণ্ড দেখে হতবাক সর্প বিশেষজ্ঞও। সাপটি প্রাণপণে নিজের লেজ গিলে নেওয়ার চেষ্টা করছিল। সেই প্রচেষ্টা থেকে অনেক কসরৎ করে সাপটিকে বাঁচাতে হয়েছিল। এ যেন সাপের আত্মহত্যার চেষ্টা।
ফরগটেন ফ্রেন্ড রেপটাইল কর্তৃপক্ষ সেই ঘটনার একটি ভিডিও তাদের ফেসবুকে শেয়ার করার পরই তা ভাইরাল হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি শেয়ার হওয়ার পর ৫০ হাজারেরও বেশি মানুষ তা দেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভিডিওটিতে সাপ বিশেষজ্ঞ জেসি রথ্যাকার ফরগটেন ফ্রেন্ড রেপটাইল অভয়ারণ্যে ওই সাপটিকে নিজের চোয়ালে ধরে থাকা লেজকে মুক্ত করার চেষ্টা করতে দেখা গেছে।
জেসি জানান, গত শুক্রবার যখন ওই অভয়ারণ্যে পৌঁছান, তখন তিনি দেখেন সাপটি নিজের লেজ খাওয়ার চেষ্টা করছে। এই অভয়ারণ্যের ১৫ বছরের ইতিহাসে প্রথমবার এমন দৃশ্যের সাক্ষী হলেন জেসি।
ভিডিওতে দেখা যায়, জেসি সাপটিকে নিজেই নিজেকে খাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন।
সাপ বিশেষজ্ঞ জেসি আরো বলেন, এ ধরনের কিং স্নেক অন্যান্য সাপকে খেয়ে ফেলার জন্য বিখ্যাত। এমনকি এরা রেটেলস্নেক এবং কপারহেড প্রজাতির বিষধর সাপও খেয়ে হজম করে ফেলে।