ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/01/photo-1567352301.jpg)
ইসরায়েলের উত্তর সীমান্তে আজ রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের উত্তর সীমান্তে দেশটির সেনাদের ঘাঁটি ও গাড়ি লক্ষ্য করে একাধিক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
হামলার পর ইসরায়েলে সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সীমান্তে একটি গ্রামে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
এদিকে হামলার প্রতিউত্তরে লেবানন লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সীমান্তবর্তী মানুষ যারা সীমান্ত থেকে অন্তত চার কিলোমিটারের মধ্যে বসবাস করছে তাদের ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীকে।