স্বামী এসএমএসের রিপ্লাই দেননি, তাই স্ত্রীর তালাক

বিশ্বজুড়েই দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সমস্যা, ব্যক্তিজীবনে অশান্তির মতো নানা কারণেই মূলত ভেঙে যাচ্ছে বৈবাহিক জীবনের সম্পর্ক।
কিন্তু কিছু কিছু বিবাহ বিচ্ছেদ অবাক করে দেয় সবাইকে। আর তা হয় মূলত উদ্ভট কোনো কারণের জের ধরে। এমনই একটি উদ্ভট কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এক দম্পতির।
সংবাদমাধ্যম লিবার্টি টাইমস এক প্রতিবেদনে জানায়, তাইওয়ানের এক নারী তাঁর স্বামীকে অনেকবার মোবাইলে ম্যাসেজ দেন। কিন্তু স্বামী মেসেজগুলো দেখেও কোনো উত্তর দেননি।
স্বামীর মন গলাতে এক পর্যায়ে নিজে হাসপাতালে আছেন বলেও ম্যাসেজ দেন। ওই ম্যাসেজে স্ত্রী লেখেন, ‘হাব্বি, আমি গাড়ি এক্সিডেন্ট করেছি, আমি এখন আইসিইউতে। আমি এখন হাসপাতালের বিছানায়।’
স্বামী এই ম্যাসেজেরও কোনো উত্তর দেননি। এদিকে ম্যাসেজগুলোর সিন অপশন দেখাচ্ছিল ঠিকই। ব্যস! স্বামীর এত অবহেলা মানতে পারেননি ওই নারী। আর এই কারণে করেন বিবাহ বিচ্ছেদের আবেদন।
আর ওই আবেদনে সারা দেন সিঞ্চু ডিসট্রিক্ট আদালতের বিচারক। ওই নারীর আবেদনকে যথাযথ মনে করে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দেন আদালত।