ইসরাইয়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/09/photo-1568028730.jpg)
লেবাননের আকাশসীমায় প্রবেশ করে গুপ্তচরবৃত্তির সময় রোববার ইসরায়েলের আরো একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের রামিয়েহ সীমান্ত এলাকায় তারা ওই ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেছে।
এ ব্যাপারে কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করা না হলেও ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে হিজবুল্লাহর কাছে রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
এদিকে ইসরায়েল তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও হিজবুল্লাহর হামলায় তা ঘটেনি বলে দাবি করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নকালে ৮ সেপ্টেম্বর সকালে লেবানন সীমান্তের ভেতর ছোট একটি ড্রোন ভূপাতিত হয়। এটি উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়।