ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার একে-৪৭ রাইফেল!
সব ধরনের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড় পান পুরস্কার। এ হিসেবে সাধারণত দেওয়া হয় ক্রেস্ট, মেডেল, অর্থ পুরস্কার কিংবা পানীয়র বোতল।
তবে সেই নিয়ম ভেঙে দিয়ে ভয়ংকর ম্যাচসেরার পুরস্কার পেলেন রাশিয়ার এক খেলোয়াড়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার হকি দলের এক গোলরক্ষককে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় একে-৪৭ রাইফেল।
ইজস্টাল আইজেস্ক তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চেলমেটকে ৩-২ গোলে পরাজিত করার পর দলীয় খেলোয়াড়দের ভোটে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় ইজস্টাল আইজেস্ক দলের গোলরক্ষক সাভেলি কোনোনভকে।
আর সবার পক্ষ হয়ে সাভেলির হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে একে-৪৭ রাইফেল তুলে দেন দলের অধিনায়ক।