যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
রাশিয়া আজ মঙ্গলবার আন্তমহাদেশীয় পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোপোল-এম উৎক্ষেপণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট বার্তায় এ সংক্রান্ত ফুটেজ প্রকাশ করেছে। রুশ প্লেসেৎস্ক মহাকাশবন্দর বা কসমোড্রোম থেকে এটি ছোড়া হয়েছে।
সংবাদ সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। রাজধানী মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের ছোড়া এ ক্ষেপণাস্ত্র কামচাটকায় উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নকল বা বিস্ফোরকহীন বোমা ব্যবহার করা হয়েছে। তোপোল-এম ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একে ছোড়া হয়েছে।
১৯৮০ দশকের শেষে এবং ১৯৯০এর দশকের প্রথম দিকে কৌশলগত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোপোল-এমকে তৈরি করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর প্রথম এ ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া।
তোপোল-এম ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোটন একটি পরমাণু বোমা বহন করতে পারে। এ বোমার ধ্বংস ক্ষমতা আট লাখ টন টিএনটি বা ডিনামাইটের সমান। অর্থাৎ ১৯৪৫ সালে নাগাসাকির ওপর যে আণবিক বোমা আমেরিকা ফেলেছিল তোপোল-এমের ধ্বংস ক্ষমতা তার চেয়েও ৪০ গুণ বেশি।