বাগদাদির লাশ ‘সাগরে ভাসিয়ে’ দেওয়া হয়

তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর তাঁর লাশ সাগরে সমাহিত করা হয়েছে বলে দাবি করছে মার্কিন সেনাবাহিনী। তবে কখন ও সমুদ্রের কোথায় লাশটি সমাহিত করা হয়েছে, তা জানা যায়নি। পেন্টাগন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে গত শনিবার সিরিয়ায় একটি গোপন আস্তানায় মার্কিন সেনাবাহিনীর অভিযানের সময় বাগদাদি তাঁর সন্তানদের নিয়ে আত্মঘাতী হন বলে এক ঘোষণায় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই লাশগুলো সমুদ্রে ফেলে দেওয়ার কথা জানায় মার্কিন বাহিনী।
এর আগে পাকিস্তানে ২০১১ সালে জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন অভিযানের সময় নিহত হন বলে দাবি করেছিল তৎকালীন মার্কিন বাহিনী। এরপর লাদেনের লাশ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে ওই সময় লাদেনের লাশও সমুদ্রে সমাহিত করার দাবি করেছিল মার্কিন বাহিনী।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি দাবি করেন, ‘মার্কিন সামরিক বাহিনীর নিয়মানুসারে তাঁর লাশ যথাযথভাবে সমাহিত করা হয়েছে।’