যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থায় ১৯০০ কর্মী নিয়োগ হবে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/17/photo-1447778895.jpg)
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপে ছড়িয়ে পড়া জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোতে লোকবল বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাজ্য। গতকাল সোমবার তুরস্কে বার্তাসংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, গোয়েন্দা সংস্থাগুলোকে শক্তিশালী করতে অতিরিক্ত এক হাজার ৯০০ গোয়েন্দা নিয়োগ করা হবে। এর ফলে কর্মী বাড়বে আরো ১৫ শতাংশ। একইসঙ্গে বিমান পরিবহনের নিরাপত্তা ব্যয়ও দ্বিগুণের বেশি বাড়ানো হবে।
বার্তাসংস্থা সিএনএনের খবরে বলা হয়, প্যারিস হামলার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করতে এই পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘শুধু ফ্রান্স নয়, জঙ্গিরা যুক্তরাজ্যে হামলার জন্য বিপুল পরিকল্পনা নিয়েছে এবং এই খবর আমাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে রয়েছে।’
গত ছয় মাসে দেশটিতে অন্তত সাতটি জঙ্গি হামলার পরিকল্পনা বানচাল করা হয়েছে বলেও দাবি করেন ক্যামেরন। তিনি বলেন, ‘গত ছয় মাসে আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সাতটি জঙ্গি হামলা প্রতিহত করেছে। কিন্তু আমরা উদ্বিগ্ন এই ভেবে, প্যারিসের পর এবার আরো বড় পরিকল্পনা নিয়ে আসছে জঙ্গিরা। এ জন্যই গোয়েন্দা সংস্থাগুলোর শক্তি বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’
এর আগে গত সপ্তাহেই ব্রিটিশ গোয়েন্দা বিভাগের সূত্র উল্লেখ করে সিএনএন যুক্তরাজ্য ও ফ্রান্সে হামলা হতে পারে এমন খবর প্রকাশ করেছিল। এ ছাড়া গত মাসে মিসরে রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাজ্য তাদের বিমান পরিবহন নিরাপত্তা পরিকল্পনায়ও পরিবর্তন আনার কথা ঘোষণা করেছিল।