টিকেট পরিদর্শকের কথায় চলন্ত ট্রেন থেকে লাফ, নিহত ১

টিকেট না থাকায় পরিদর্শকের কথায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে এক মিসরীয় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন পা হারিয়েছেন। পেশায় হকার এ দুজনই আলেক্সান্দ্রিয়া থেকে দক্ষিণের শহর লুক্সরে যাচ্ছিলেন।
নিহত মোহামেদ ইদ ও আহত আহমেদ মোহামেদের কাছে টিকেট ছিল না। জরিমানার ৭০ পাউন্ডও (বাংলাদেশি টাকায় ৩৬৬) ছিল না তাঁদের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের টিকেট পরিদর্শক এলে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই। এর পর ট্রেনের এক কর্মকর্তা দরজা খোলেন এবং তাঁদের ট্রেন থেকে তখনই নেমে যেতে বলেন। তাঁরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই মোহামেদ ইদ নিহত হন।
আলেক্সান্দ্রিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগতির ট্রেনটি কায়রোর উত্তরের তন্ত প্রদেশের ভেতর দিয়ে যাচ্ছিল।
অন্যদিকে ট্রেনের কর্মকর্তা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘তাদের কাছে টিকেট ছিল না এবং জরিমানার টাকাও ছিল না বিধায় তারা নিজেরাই দরজা খুলে ঝাঁপিয়ে পড়েছে।’