বাংলাদেশ অন্যতম নিরাপদ দেশ
১. আপনি যে শহরে থাকেন, সেটির পুলিশ বাহিনীর ওপর কি আস্থা আছে?
২. যে শহর বা এলাকায় থাকেন, সেখানে রাতে একাকী হাঁটতে কি নিরাপদ বোধ করেন?
৩. গত ১২ মাসে আপনি বা আপনার বাড়ির কারো টাকা বা মূল্যবান সম্পদ চুরি হয়েছে?
উল্লিখিত তিনটি প্রশ্নের ওপর ভিত্তি করে ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার লোকের সাক্ষাৎকার নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ। সেই জরিপে অংশগ্রহণকারী উন্নত অনেক দেশের চেয়েও এগিয়ে বাংলাদেশ।
‘গ্লোবাল ল অ্যান্ড অর্ডার-২০১৫’ শীর্ষক ওই জরিপে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। আর ৪০ পয়েন্ট নিয়ে সর্বনিম্নে আছে লাইবেরিয়া।
তালিকায় ৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৩০তম নিরাপদ দেশ। ঊর্ধ্বক্রম অনুযায়ী, একই পয়েন্ট পেয়েছে মিসর, জাপান, তাইওয়ান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম।
গ্যালাপের জরিপে ৭৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ পিছিয়ে (ঊর্ধ্বক্রম অনুযায়ী) ইসরায়েল, আর্মেনিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মন্টেনিগ্রো।
জরিপ অনুযায়ী, নিরাপদ দেশ হিসেবে বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ক (৭৪ পয়েন্ট), ইতালি (৭১), দক্ষিণ কোরিয়া (৬৮), ভারত (৬৭), মালয়েশিয়া (৬৪), নাইজেরিয়া (৫৫), ব্রাজিল (৫২) কিংবা দক্ষিণ আফ্রিকার (৪৬ পয়েন্ট) চেয়েও এগিয়ে বাংলাদেশ।