ফাঁসি বহালে ট্রাইব্যুনালের সমালোচনা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে বিরোধী পক্ষের দুই প্রভাবশালী নেতার ফাঁসির রায় বহাল থাকায় ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নীতিনির্ধারণী কর্মকর্তারা বলেছেন, বিচারের প্রক্রিয়া যতক্ষণ না আন্তর্জাতিক মানে পৌঁছায়, ততক্ষণ দুই নেতার ফাঁসি কার্যকর করা উচিত নয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক আইনপ্রণেতারা ট্রাইব্যুনালকে ‘খুবই ত্রুটিপূর্ণ’ এবং ‘রাজনৈতিক শাস্তির হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেন।
প্রতিবেদনে আরো বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপরাধ সংগঠনের পরিপ্রেক্ষিতে ১৫ জনের বেশি ব্যক্তির যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, যাঁদের অধিকাংশই জামায়াতে ইসলামীর। বিচারের জন্য দুটি পৃথক ট্রাইব্যুনাল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার দাবি, বিচারপ্রাপ্ত ক্ষতির শিকার পরিবারগুলোর। বাংলাদেশ সরকারের দাবি, স্থানীয় সহায়তাকারীদের সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনী ৩০ লাখ মানুষ হত্যা করেছে এবং দুই লাখ নারীকে ধর্ষণ করেছে।