পেরু ও ব্রাজিলে ৭.৬ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও ব্রাজিলে ৭ দশমিক ৬ মাত্রার একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৩৭৫ মাইল এলাকাজুড়ে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রলয়ংকরী এই ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের অনেক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ব্রাজিলের তারাউকা শহরের দক্ষিণ-পশ্চিমে ৮০ কিলোমিটার এবং পেরুর রাজধানী লিমার উত্তর-পূর্বাঞ্চলের ৪৩৫ মাইল দূরে রাত ১২টা ৪৫ মিনিটে ( গ্রিনিচ মান সময় সকাল ৫টা ৪৫ মিনিটে) ৩৭২ মাইল (৫৯৯ কিলোমিটার) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে মঙ্গলবার একটি বড় ধরনের ও গভীরতা সম্পন্ন ৬ দশমিক ৭ মাত্রার জোড়া ভূমিকম্প ব্রাজিল সীমান্তের কাছাকাছি পেরুর পূর্বাঞ্চলে ঝাঁকুনি দিয়ে যায়। ভূমিকম্প দুটির গভীরতা ছিল ৩৮০ ও ৩৭৩ কিলোমিটার।