সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ৫০ জনের শিরশ্ছেদের পরিকল্পনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/27/photo-1448640516.jpg)
‘সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সৌদি আরবে প্রায় ৫০ জনের প্রাণদণ্ড কার্যকর করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা ‘গালফ ওয়ার্ল্ড’ এবং সৌদি আরবের পত্রিকা ‘ওকাজ’-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চলতি সপ্তাহেই শিরশ্ছেদের মধ্য দিয়ে অভিযুক্তদের দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ। এর মাধ্যমে সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করা হচ্ছে বলে জানায় তারা। ওকাজের খবরে বলা হয়, ফাঁসির দণ্ড পাওয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ সাধারণ নাগরিক এবং নিরাপত্তারক্ষী খুনের অভিযোগ আছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ফাঁসির দণ্ড পাওয়াদের মধ্যে আল-কায়েদার কয়েকজন নেতাসহ আওয়ামিয়া প্রদেশের কয়েকজন বিক্ষোভকারীও আছেন। সম্প্রতি সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া অঞ্চলে সমান অধিকারের দাবিতে গড়ে ওঠা একটি আন্দোলনে দেশটির সরকার দমন-নিপীড়ন ও গণগ্রেপ্তার অভিযান চালিয়েছিল।