মৌলবাদ সকল ধর্মের রোগ : পোপ
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, রোমান ক্যাথলিক গির্জাসহ বিশ্বব্যাপী সব ধর্মের রোগ হলো মৌলবাদ। প্রথমবারের মতো আফ্রিকার তিন দেশ সফর শেষে ভ্যাটিকান সিটিতে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে আফ্রিকা সফরে তিনি সব ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি ও আশার বাণী শোনান।
তিনদিনের আফ্রিকা সফরে সবশেষে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে ফেরার পর তিনি বলেন, ‘মৌলবাদ সব সময় বিয়োগান্তক ঘটনা। এটা কোনো ধর্ম নয়। এর মধ্যে প্রভুকে খুঁজে পাওয়া যায় না। এটা পৌত্তলিকতা।’
বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরকালে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘খ্রিস্টান ও মুসলমানরা একে অন্যের ভাইবোন।’
এর আগে গত সোমবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পিকে ৫ জেলার কৌদুকু এলাকার একটি মসজিদ পরিদর্শনের সময় তাঁকে হাজার হাজার লোক স্বাগত জানান।
রাজধানী বাঙ্গুইয়ের পিকে-৫ এলাকায় থাকা মুসলমানদের সঙ্গে কথা বলেন পোপ। তিন বছরের খ্রিস্টান-মুসলমান দাঙ্গায় বাস্তুচ্যুত হয়ে শহরের পিকে এলাকায় আশ্রয় নেয় কয়েক হাজার মুসলমান। পোপের চলমান আফ্রিকা সফরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল বাঙ্গির এই মসজিদ পরিদর্শন।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই একসঙ্গে বলতে হবে, কোনো ঘৃণা নয়, কোনো প্রতিশোধ নয় এবং কোনো সহিংসতা নয় বিশেষ করে যে সহিংসতা ধর্ম ও মহান প্রভুর নামে করা হয়।’