রাশিয়া আইএসের সাথে তেলের ব্যবসা করছে : এরদোয়ান
তুরস্ক আইএসের সাথে অবৈধ তেলের ব্যবসা করছে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন অভিযোগের পাল্টা জবাব দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ান। এরদোয়ানের দাবি, রাশিয়াই ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত। এ বিষয়ে আঙ্কারার কাছে তথ্য আছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশ নিতে দেশটিতে সফর করা এরদোয়ান আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘আমাদের কাছেও অনেক তথ্য আছে। তুরস্ক নয় বরং রাশিয়াই আইএসের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত। তারাই আইএসের পৃষ্ঠপোষক।’
প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে এক বিশেষ সাক্ষাৎকারে এরদোয়ান ফ্রান্সের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখন শক্ত কিছু কথা বলতে চাই। যদি এটা প্রমাণিত হয় যে আমরা আইএসের সাথে তেলের ব্যবসা করছি, তাহলে আমি সাথে সাথে পদত্যাগ করব। আমি আপনাদের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্টকে বলছি, এই অভিযোগ যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি কি পদত্যাগ করবেন? আমি আমারটা পরিষ্কারভাবে আপনাকে বলে দিলাম।’
এই অভিযোগ পাল্টা অভিযোগের আগে গত ২৪ নভেম্বর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে । ওই ঘটনায় এক পাইলট নিহত আরেকজন আহত হন। এ ঘটনার সূত্র ধরে দুই দেশের মধ্যে সম্পর্কে দারুণ অবনতি ঘটেছে। তুরস্কের ওপর এরই মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাশিয়া।