ভারতের অবরোধ আমার স্বপ্নগুলো ভেঙে দিচ্ছে : নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বলেছেন, হিমালয়ের পাদদেশে বসবাসকারী নেপালি জনগোষ্ঠীকে নিয়ে তাঁর উন্নয়নের সব পরিকল্পনা ‘ভারতীয় নিষেধাজ্ঞার’ কারণে ভেস্তে যাচ্ছে। দেশটির শিক্ষাবিদদের দেওয়া এক স্মারকলিপি গ্রহণকালে হিমালয়কন্যা নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এই কথা বলেন।
নেপালের প্রধানমন্ত্রী অলি বলেন, নেপালকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা এখন মেঘাচ্ছন্ন। গত ২৫ এপ্রিলে ভূমিকম্পের পর থেকে দেশটির অর্থনৈতিক সূচক কেবল পড়ছে। টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে ভূমিকম্পে দেশটিতে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়। এ ছাড়া ওই প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগে দেশটির অবকাঠামোগত ব্যাপক ক্ষতি সাধিত হয়।
অলি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আমি জাতির কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। যার মধ্যে ছিল প্রতিদিনকার দীর্ঘ লোডশেডিংয়ের অবসান, কাঠমান্ডুর রাস্তায় বিদ্যুৎচালিত যানের নিষেধাজ্ঞা তুলে দেওয়া এবং দেশটির আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা। কিন্তু যার একটিও এখনো বাস্তবায়িত হয়নি।’
আমি খুব কঠিন সময়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি। যখন আমরা ভূমিকম্পের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছি সেই সময় ভারতের সীমান্তে আরোপ করা অবরোধ আমাদের আরো কঠিন অবস্থার মধ্যে ফেলেছে। তবে আমি এই দুঃখ-দুর্দশা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টাটি করে যাচ্ছি- যোগ করেন নেপালের কমিউনিস্টপন্থী প্রধানমন্ত্রী অলি।
বক্তৃতায় অলি স্বীকার করেন, গত চারমাস ধরে নেপালের দক্ষিণাঞ্চলে চলা অবরোধ ও বিভিন্ন অস্থিতিশীলতার মধ্যে তাঁর পক্ষে এইমুহূর্তে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন সম্ভব নয়। সীমান্তে বিক্ষোভ ও সহিংসতার কারণে নেপালের হাজারেরও বেশি মালবাহী যান এই মূহুর্তে ভারতে আটকে আছে।