পতাকা উড়িয়ে অস্ট্রেলিয়ায় বিজয় দিবস উদযাপন
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন। আজ বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়াহিদা আহমেদ।
পতাকা উত্তোলনের পর পবিত্র কোরআন তিলাওয়াত ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দেওয়া বাণী পড়ে শোনানো হয়।
বিজয় দিবস উপলক্ষে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তারা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিজয়ে অবদান রাখা মুক্তিযোদ্ধাসহ লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে নিজের বক্তব্যে আশা প্রকাশ করেন ওয়াহিদা আহমেদ।