সিডনিতে ভয়াবহ ঝড়
অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনি গত বুধবার টর্নেডোর মতো ঝড়ে বিপর্যস্ত হয়েছে। ঝড়ের সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ২০০ কিলোমিটার। ঝড়ে নগরীতে ব্যাপক ক্ষতি হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্যে এ খবর জানা যায়।
ঝড়ে অবশ্য তেমন কেউ হতাহত হননি। একজন ভয়ে অসুস্থ হয়ে পড়েন এবং আরো একজন মাথায় আঘাত পেয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, মালবাহী ট্রেন যাওয়ার সময় যেমন শব্দ হয়, তেমনই শব্দ হচ্ছিল ঝড়ের সময়। ঝড়ে অনেক গাছপালা ভেঙে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি সড়কে বন্যা দেখা দিয়েছে।
স্থানীয় আরেক ব্যক্তি বলেন, ‘আমার প্রতিবেশীর বাড়ির ছাদ উড়ে গেছে। উঠানের সব গাছ ভেঙে পড়েছে।’
আবহাওয়া ব্যুরো জানায়, সিডনির মধ্যাঞ্চল, বিমানবন্দর ও সিডনি হারবল ব্রিজ এলাকায় প্রচণ্ড ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টির সতর্কবাণী করা হয়েছে।