আবার নৌকাডুবি, ১৮ শরণার্থীর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450543134.jpg)
ভূমধ্যসাগরে নৌকায় ভাসমান শরণার্থীরা। ছবিটি প্রতীকী
গ্রিসের উপকূলে আবার শরণার্থীবোঝাই নৌকা ডুবে মৃত্যু হলো ১৮ জনের। শুক্রবার রাতে ইরাক থেকে কাঠের নৌকা নিয়ে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন একদল শরণার্থী। দক্ষিণ তুরস্কের উপকূলবর্তী শহর বাদরুনের কাছে নৌকাটি ডুবে যায়।
বিবিসি জানিয়েছে, শরণার্থীদের চিৎকার শুনে তুরস্ক উপকূলরক্ষী বাহিনীকে খবর দেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁদের তৎপরতায় ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের বাদরুন হাসপাতালে চিকিৎসা চলছে।
চার বছর ধরে চলা সিরিয়ায় গৃহযুদ্ধে আশ্রয়চ্যুত মানুষ প্রাণ হাতে নিয়ে সমুদ্রপথে পাড়ি দিচ্ছেন ইউরোপের দেশগুলোতে। এখনো পর্যন্ত প্রায় পাঁচ লাখ শরণার্থী ইউরোপে গিয়েছেন। এ ছাড়া নৌকায় করে সমুদ্র পার হতে গিয়ে এ পর্যন্ত প্রায় ৯০০ শরণার্থীর করুণ মৃত্যু হয়েছে।