পররাষ্ট্রমন্ত্রীকে তল্লাশির নির্দেশ, অস্ট্রেলিয়ায় কর্মকর্তা বরখাস্ত
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে তল্লাশির নির্দেশ দেওয়া মেলবোর্ন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তাসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। তবে ওই নির্দেশ মেনে পররাষ্ট্রমন্ত্রীকে নিরাপত্তা তল্লাশিকারী কর্মী আবার স্বপদে বহাল হয়েছেন।
বিবিসি জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগদান করতে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়ার প্রাক্কালে মেলবোর্ন বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে আলাদা করে নিরাপত্তা তল্লাশির নির্দেশ দেন এক কর্মকর্তা। ওই নির্দেশ মেনে এক নারীকর্মী পররাষ্ট্রমন্ত্রীকে তল্লাশি করেন। এ ঘটনা নিয়ে শুরু থেকেই বেশ বিতর্ক দেখা যায়।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীকে তল্লাশিতে যথাযথ পদ্ধতি মানা হয়নি। ওই ঘটনায় তল্লাশিকারী নারীকর্মীকে প্রথমে বরখাস্ত করা হয়। পরে তাঁকে প্রশিক্ষণ দিয়ে আবার স্বপদে বহাল করা হয়।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দেশের বিমানবন্দরে তল্লাশি সাধারণ কোনো ঘটনা নয়। তবে তল্লাশির ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
তল্লাশির ঘটনা পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী ওয়ারেন টাস মেলবোর্ন বিমানবন্দর কর্তৃপক্ষকে এটি তদন্তের নির্দেশ দেন।