সামরিক মহড়ায় বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/20/photo-1450616434.jpg)
বিধ্বস্ত হওয়া টি-৫০ গোল্ডেন ইগল প্রশিক্ষণ জঙ্গি বিমানের ছবি। ছবি : রয়টার্স
ইন্দোনেশিয়ার মধ্য জাভায় মহড়া চলাকালীন একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির ইয়োগিয়াকারতা শহরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় রয়টার্স।
এদিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, যুদ্ধবিমানটি আকাশে মহড়া দেওয়ার সময় দ্রুতগতিতে মাটিতে নামতে থাকে এবং একসময় অদৃশ্য হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পরই মোটা কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর মুখপাত্র ডিউই বাদারমান্তো দক্ষিণ কোরিয়ায় তৈরি টি-৫০ গোল্ডেন ইগল প্রশিক্ষণ জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান মহড়া চলার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
তবে যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।