ওজন কমিয়ে প্রাণ গেল সবচেয়ে মোটা ব্যক্তির

বড়দিন উদযাপন করা হলো না বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি অ্যান্দ্রেস মোরেনোর (৩৮)। ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করার মাত্র দুই মাস পর গতকাল শুক্রবার তিনি মারা গেছেন।
মোরেনার পরিবার জানিয়েছে, মেক্সিকোর সোনোরা রাজ্যে কিউদাদ ওব্রেগনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এবং পেটে প্রদাহজনিত কারণে মারা গেছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বাড়তি ওজন কমানো ও স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে জালিসকো রাজ্যের গুয়াদালাজারায় গত ২৮ অক্টোবর ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করেন মোরেনো। এ সময় তাঁর ওজন ছিল ৪৫০ কেজি। মোরেনো যাতে কম খাবার গ্রহণ করেন সে জন্য অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পাকস্থলীর চার ভাগের তিন ভাগ অপসারণ করা হয়।
অস্ত্রোপচার সফল বলেই মনে করা হচ্ছিল। কিন্তু এই সাবেক পুলিশ কর্মকর্তা বড়দিনের দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং পরিবারকে বলেন দমকলকর্মীদের খবর দিতে। তাঁদের সাহায্যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথেই মোরেনোর মৃত্যু হয়।