শরণার্থীদের সুযোগ হিসেবে দেখার আহ্বান মেরকেলের
জার্মানিতে শরণার্থীদের আগমনকে ‘আগামীকালের জন্য সুযোগ’ হিসেবে দেখতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শরণার্থীদের প্রতি বর্ণবাদী আচরণ এবং ঘৃণা প্রদর্শন না করারও আহ্বান জানান তিনি।
নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন জার্মান চ্যান্সেলর।
২০১৫ সালে ১০ লাখের বেশি শরণার্থী গ্রহণ করেছে জার্মানি। অ্যাঙ্গেলা মেরকেল বলেন, জার্মানদের হয়তো সামনে আরো কঠিন দিন দেখতে হবে। তবে সবকিছুর শেষে জার্মানদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। কারণ, সফল অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি দেশ সব সময়ই লাভবান হয়।
শরণার্থী ইস্যু নিয়ে জার্মানদের বিভক্ত না হতে অনুরোধ করেন মেরকেল। যথাযথ দায়িত্ব পালনের জন্য দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে শরণার্থীদের জার্মানিতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নন্দিত-নিন্দিত দুটোই হয়েছেন এই জার্মান চ্যান্সেলর। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও শরণার্থী গ্রহণ করতে রাজি করার পরিকল্পনা রয়েছে তাঁর।
জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর, অর্থাৎ ২০১৫ সালে প্রায় ১১ লাখ শরণার্থীকে জার্মানিতে আশ্রয় দেওয়া হয়েছে, যা ২০১৪ সালের তুলনায় পাঁচ গুণ।