ফোনে স্বামীকে শেষ কথা : 'ডার্লিং, আমাকে ছুরি মেরেছে'
স্বামীর সঙ্গে কথা বলছিলেন প্রভা অরুণ কুমার (৪১)। এরই মধ্যে তাঁকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গত শনিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনির প্যারামাত্তা পার্ক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, অস্ট্রেলিয়াপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত প্রভা একটি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানে কাজ করতেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্যারামাত্তা পার্ক ধরে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় তাঁকে ছুরি মারে ওই দুর্বৃত্ত।
দ্য ডেইল টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বাড়ি থেকে ৩০০ মিটার দূরে ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রভা তাঁর স্বামী অরুণ কুমারকে বলেন, ‘ডার্লিং, সে আমাকে ছুরি মেরেছে।’ এর কিছুক্ষণের মধ্যেই তাঁদের ফোনালাপটি শেষ হয়। পরে একজন পথচারী তাঁকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়। তাই চিকিৎসকরা বাঁচাতে পারেননি তাঁকে।
সিডনির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়েন কক্স বলেন, ‘এটা ছিল ভয়ংকর আক্রমণ। এমনটি কল্পনাও করা যায়নি।’
প্রভার স্বামী অরুণ কুমার তাঁর নয় বছরের মেয়েকে নিয়ে ভারতে থাকেন। স্ত্রীর মৃত্যুর পর গতকাল রোববার সিডনি পৌঁছেছেন তিনি।