পুতিন অনুপ্রাণিত সুগন্ধি এখন বাজারে
প্রিয় রাজনৈতিক নেতার জন্য মানুষ কত কিছুই না করেন। নেতার ছবিওয়ালা টি-শার্ট পরে, নেতার ছবিযুক্ত গ্লাস বা মগে পানীয় পান করে, আইফোনের কভার বা স্ক্রিনসেভারে নেতার ছবি ব্যবহার করে নেতার প্রতি ভালোবাসা প্রকাশ করে অনেকে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভক্তদের জন্য সুখবর। এবার তাঁর ভক্তরা গায়ে মাখতে পারবেন তাঁদের প্রিয় নেতার অনুপ্রেরণায় তৈরি সুগন্ধি। গত বৃহস্পতিবার থেকে মস্কোর বাজারে এই সুগন্ধির বিক্রি শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেলারুশে জন্ম নেওয়া সুগন্ধিশিল্পী ভ্লাদিসলাভ রেকুনোভ ভ্লাদিমির পুতিনের অনুপ্রেরণায় তৈরি করেছেন নতুন এক সুগন্ধি, যার নাম দেওয়া হয়েছে ‘লিডার নাম্বার ওয়ান’। সুদৃশ্য কালো বোতলের ওপরে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের একটি ছবি। তার ওপর ইংরেজিতে লেখা রযেছে সুগন্ধিটির নাম। মস্কোর বিলাসবহুল দোকানগুলোতেই আপাতত পাওয়া যাচ্ছে এই সুগন্ধি, যার ১০০ মিলিলিটার বোতলের দাম ধরা হয়েছে সাড়ে ছয় হাজার রুবল বা ৯৫ ডলার। বাংলাদেশি টাকায় সুগন্ধিটির দাম দাঁড়াচ্ছে প্রায় সাড়ে সাত হাজার টাকা।
সুগন্ধির প্রস্তুতকারী ভ্লাদিসলাভ জানান, এটির খুবই উষ্ণ ধরনের সুগন্ধি। একই সঙ্গে এটি বেশ মৃদু এবং দীর্ঘ সময় এর রেশ রয়ে যাবে। বোতলের মুখ খুললেই দারুণ সুগন্ধে ভরে উঠবে মন।
সুগন্ধি বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের চেয়ে নারীরাই এই মৃদু সুগন্ধিটি পছন্দ করবেন বলে তাঁরা আশা করছেন।
মস্কোর যে দোকানে এই সুগন্ধি পাওয়া যাচ্ছে, সেখানকার বিক্রয়কর্মীরা জানিয়েছেন, সুগন্ধিটি অনলাইনেও পাওয়া যাচ্ছে। এরই মধ্যে জার্মানি ও চীনের ক্রেতারা সুগন্ধিটি কিনতে চেয়েছেন। তবে প্রথমবার মাত্র দুই হাজার বোতল সুগন্ধি তৈরি করায় হয়তো সব ক্রেতার কাছে এটি পৌঁছে দেওয়া সম্ভব হবে না।
এ ছাড়া ভ্লাদিমির পুতিনকেও এই সুগন্ধি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিক্রয়কর্মীরা।