জাতীয় দলের কোচের সঙ্গে জুডো লড়লেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লড়লেন দেশটির জাতীয় জুডো দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে। গতকাল শুক্রবার সচি শহরে জুডো দলের প্রশিক্ষণ কর্মসূচিতে হাজির হয়ে তিনি লড়াই করেন।
রাপটলি টিভি জানিয়েছে, জুডোতে ব্ল্যাক বেল্ট রয়েছে পুতিনের। শুক্রবার তিনি জাতীয় দলের কোচ ইজিও গাম্বা এবং একজন নারী জুডোকারের (জুডো খেলোয়াড়) সঙ্গে লড়াই করেন।
প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাউদার্ন ফেডারেল সেন্টার ফর স্পোর্টস ট্রেনিংয়ের ‘ইয়ুগ স্পোর্ট’-এ। রাশিয়ার খেলাধুলার বিভিন্ন দলের জাতীয় খেলোয়াড়রা এই কেন্দ্র ব্যবহার করে থাকেন।
দেখুন পুতিনের সঙ্গে লড়াইয়ের ভিডিও-