তুরস্কে পর্যটন এলাকায় বিস্ফোরণে ১০ জন নিহত
তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলের পর্যটন এলাকায় বিস্ফোরণে কয়েকজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১৫ জন। তুরস্কের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে শহরের ঐতিহাসিক সুলতান আহমেত মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, এক ব্যক্তি আত্মঘাতী হামলা চালিয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের পর পরই নিরাপত্তা বাহিনীর গাড়ি এবং জরুরি সেবা বিভাগের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।
বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে তুরস্কে বিভিন্ন দলের মধ্যে বিরোধ চরমে উঠেছে। রাজনৈতিক দলগুলো ছাড়াও তুরস্কের সামরিক বাহিনী ও কুর্দি বিদ্রোহী পিকেকের মধ্যেও বিরোধ চলছে।
গত বছর তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত অক্টোবরে এক বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আবার জুলাইয়ে সিরিয়া সীমান্তের কাছে এক বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।