তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা চালানো হয়েছে। এতে পাঁচজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
দিয়ারবাকির প্রদেশের সিনার জেলার এ বোমা হামলায় নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারিভাবে এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের প্রবেশপথে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আশপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিয়ারবাকির প্রদেশে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর সঙ্গে পিকেকে সদস্যদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দিয়ারবাকির ও সংলগ্ন কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করে সরকার।
গত জুলাই মাসে সরকারি বাহিনী ও পিকেকের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এর পরই তুরস্ক সরকার ইরাক সীমান্তসংলগ্ন পিকেকের ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায়।