মন্ত্রী নিয়োগে ছাত্রদের কাছে দরখাস্ত আহ্বান!
মন্ত্রী নিয়োগের জন্য ছাত্রদের কাছে দরখাস্ত আহ্বান করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকার। আর এ জন্য আরব দেশটির সব বিশ্ববিদ্যালয়ের তিনজন করে তরুণ পুরুষ ও নারীকে এই পদে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ুয়ারা মন্ত্রী হওয়ার জন্য মনোনয়ন পাবেন বলে এমিরেটস নিউজের খবরে জানানো হয়েছে। এ ছাড়া গত দুই বছরের মধ্যে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, এমন তরুণরাও এই পদে মনোনয়ন পাবেন।
ইউএই সরকারের পক্ষে আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দেশটির সংবাদমাধ্যমের কাছে এ সিদ্ধান্তের কথা জানান। এ ছাড়া নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেও এই কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। টুইটারে তিনি বলেন, মন্ত্রিসভায় এই মন্ত্রীরা তরুণদের মুখপাত্র হিসেবে কাজ করবেন।
টুইটে দুবাইয়ের শাসক বলেন, দুবাইসহ আরব আমিরাতের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে তরুণ, তাই দেশ শাসনে এই তরুণরা একটি ভূমিকা রাখতেই পারেন। আর সরকারেরও সময় এসেছে তাদের ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া।
খালিজ টাইমস জানিয়েছে, ইউএই এর মন্ত্রিপরিষদের ওয়েবসাইটেও তরুণ মন্ত্রী চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রার্থীর বয়স ২৫ বছরের কম হতে হবে। এ ছাড়া প্রার্থীকে দেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে হবে।