যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার বেড়েছে ২৫ ভাগ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার বেড়েছে প্রায় ২৫ ভাগ। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বরাতে এ খবর জানিয়েছে ফোর্বস অনলাইন। আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি জানায়, দেশটিতে দীর্ঘমেয়াদি বসবাসকারীদের (গ্রিন কার্ডধারী) মধ্যে নাগরিকত্ব ছাড়ার সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে চার হাজার ২৭৯ জন নাগরিক দেশ ছেড়েছেন। ২০১৪ সালে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ছিল তিন হাজার ৪১৫। আর এর আগের বছর ২০১৩-তে এই সংখ্যা ছিল এক হাজার ১১৩ জন। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ত্যাগকারীদের সংখ্যা বেড়েছে ২৫ ভাগ।
২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা অঘোষিত অর্থসম্পদের ওপর কড়া আইন জারি ও প্রয়োগ করায় নাগরিকত্ব ছাড়ার ঘটনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের কাছ থেকে অঘোষিত অর্থসম্পদের বিপরীতে ১৩.৫ বিলিয়ন ডলার জরিমানা আদায় করে।
ওবামা প্রশাসনের ‘অর্থনৈতিক দেশপ্রেম’ আখ্যা দিয়ে আরোপ করা এই কড়া আইনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দ্বৈত নাগরিকত্বধারী ইতালীয় ও স্প্যানিশরা। আর নাগরিকত্ব ছাড়ার তালিকায় সবার আগে আছে এই দেশ দুটির নাগরিকরাই।