নিউইয়র্কে বাংলাদেশি পরিবার জিম্মি নেই
নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি পরিবারকে জিম্মি করার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে এলেও এর সঙ্গে বাংলাদেশি কোনো পরিবার জড়িত নেই। গতকাল সোমবার রাতে বিষয়টি বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান।
বার্তা সংস্থাটিকে শামীম আহসান বলেন, ‘আমরা জেনেছি, এতে গায়ানার একটি পরিবার জড়িত, কোনো বাংলাদেশি পরিবার নেই।’
কনসাল জেনারেল আরো জানান, প্রাথমিকভাবে এদের গায়ানার নাগরিক হিসেবেই শনাক্ত করা গেছে। এ বিষয়ে তাঁরা জানার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন এবং এ বিষয়ে তাঁরা পরে আরো জানাবেন বলে জানান তিনি।
গতকাল রাতে একটি বেসরকারি টিভি চ্যানেল এ বিষয়ে তাদের ‘ব্রেকিং নিউজ’ দেয়। এতে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি একটি পরিবারকে জিম্মি করেছে সন্ত্রাসীরা।