যুক্তরাষ্ট্রে কু ক্লাক্স ক্লানের সঙ্গে সংঘর্ষে চারজন আহত, গ্রেপ্তার ১৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদী গোষ্ঠী কু ক্লাক্স ক্লানের (কেকেকে) সদস্যদের সঙ্গে এর বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চারজন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যানাহেমে শোভাযাত্রা করার লক্ষ্যে কেকেকের কয়েক সদস্য ক্যালিফোর্নিয়ার একটি পার্কে জড়ো হন। তবে এর বিরোধীরা আগে থেকেই সেখানে অবস্থান করছিল। পার্কে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এক কেকেকে সদস্য পতাকা লাগানোর খুঁটি দিয়ে বিরোধী পক্ষের এক ব্যক্তিকে আঘাত করেন।
জানা গেছে, পার্কে কেকেকের সদস্যদের যাওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বিরোধীরা সেখানে অবস্থান করছিল। কেকেকের সদস্যরা পার্কে এলে এর বিরোধীরা তাদের ঘিরে ধরে। এ সময় কয়েকজন বিরোধী এক শীর্ষ কেকেকে নেতাকে লাথি মারতে থাকে।
ডিওন গার্সিয়া নামের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনিসহ কয়েকজন স্থানীয় এগিয়ে গিয়ে এ সংঘর্ষ থামানোর চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো ও ঘৃণিত গোষ্ঠী কু ক্লাক্স ক্লান। উগ্র ডানপন্থী এই গোষ্ঠীর সব সদস্যই শ্বেতাঙ্গ। জন্মলগ্ন থেকেই এই গোষ্ঠী কালো, ইহুদি, ক্যাথলিক ও অভিবাসীদের চিহ্নিত করে অত্যাচার ও নির্যাতন চালায় এবং হত্যা করে। আগে এর সদস্যরা সাদা টোপরের মতো পোশাক পরত। তবে বর্তমানে কালো পোশাকের ক্লান সদস্যও দেখা যায়।

অলনলাইন ডেস্ক