শিশুর ছিন্ন মাথা হাতে মস্কোর রাস্তায় নারী!
রাশিয়ার মস্কোর ইউকভ-২ মেট্রো স্টেশনে আজ সোমবারের দিনটা একেবারেই অন্য রকম। সকালে যাঁরা এই মেট্রোস্টেশনে ছিলেন, তাঁরা নিশ্চয়ই ভুলতে পারবেন না এ ঘটনা। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই মেট্রোস্টেশনে একটি শিশুর কাটা মাথা হাতে নিয়ে বোরকা পরা এক নারীকে পায়চারি করতে দেখা যায়।
সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাতে ডেইলি মেইল জানায়, নারীর হাতের কাটা মাথা দিয়ে তখনো রক্ত ঝরছিল। মনে হচ্ছিল, কিছুক্ষণ আগেই ওই মাথা কেটে আনা হয়েছে।
সিসিটিভির ফুটেজে শিশুর কাটা মাথা হাতে উন্মাদের মতো ওই নারীকে পায়চারি করতে দেখা যায়। কাটা মাথাটি উঁচিয়ে ওই নারী বলে যাচ্ছিলেন, ‘আল্লাহু আকবর।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দেখে মনে হচ্ছিল, কোনো কিছু জয় করে উল্লাস করছেন ওই নারী!
ঘটনার অস্বাভাবিকতায় সঙ্গে সঙ্গে ওই নারীর আশপাশে যায়নি কেউ। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে ওই নারীকে আটক করে। পরে ওই নারী নিজেই তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে শিশুটির দুটি হাতসহ কিছু অংশ বের করে দেন।
পরে পুলিশ জানতে পারে, ৩২ বছর বয়সী উজবেকিস্তানের নাগরিক এই নারী শিশুটির পরিচারিকা। শিশুটিকে হত্যার পর পরিচারিকা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে এসেছেন।
পরে তাঁর কথামতো মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা নারোদনীয় ওপোলশেনি স্ট্রিটের একটি বাড়ি থেকে শিশুটির শরীরের বাকি অংশ উদ্ধার করে। ওই মেয়েশিশুটির বয়স তিন থেকে চার বছর বলে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশ জানিয়েছে, হত্যাকারী এই নারী মানসিকভাবে সুস্থ নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই নারী যে কাজ করেছেন, সে সম্পর্কে তিনি সচেতন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য তাঁকে মনোরোগ কেন্দ্রে পাঠানো হয়েছে।