ফ্রাঙ্কফুর্টে ব্যয় সংকোচনবিরোধী সহিংস বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/19/photo-1426739520.jpg)
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে নতুন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর উদ্বোধনের সময় ব্যয় সংকোচনবিরোধী সহিংস সমাবেশ হয়েছে। ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানিয়েছে, বুধবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা জলকামান ছুড়েছে। এর আগে বিভিন্ন পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন ও ওল্ড অপেরা হাউসে হামলা চালায় বিক্ষোভকারীরা।
হামলায় অন্তত ৯৪ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে কেউ বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাত পেয়েছেন, প্রায় ৮০ জন মরিচের গুঁড়ার বস্তুতে আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের অন্তত সাতটি গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
ফ্রাঙ্কফুর্ট পুলিশের মুখপাত্র টেসা কোশিগ জানান, সহিংস কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য আরো ৫০০ জনকে আটক করেছে।
ফ্রাঙ্কফুর্টের স্থানীয় সময় বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে পুলিশ জানিয়েছে, রাতে তারা সহিংসতার আশঙ্কা করছে।
এ আন্দোলনকে বিক্ষোভকারীরা ‘ব্লকুপাই’ আখ্যা দিয়েছে। ব্লকুপাইয়ের মুখপাত্র সঙ্গা উইটার বলেন, ‘আমরা চাই, ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক ব্যয় সংকোচন নীতি বন্ধ করুক, এর ফলে গণহারে বেকার হয়ে পড়ছে মানুষ।’
ইউরো অঞ্চলে পণ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখার দায়িত্ব ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংকটি ২ শতাংশের মূল্যস্ফীতি রাখার চেষ্টা করছে। এ অঞ্চলে এই মুহূর্তে অর্থনীতি কিছুটা পিছিয়ে পড়েছে, বেকারত্ব অন্য যেকোনো সময়ের বেশি।