রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬১
রাশিয়ার দক্ষিণাঞ্চলে রোস্তভ-অন-ডন বিমানবন্দরে অবতরণের সময় বোয়িংয়ের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবারের এ দুঘর্টনায় বিমানে থাকা সবার মৃত্য হয়েছে বলে দেশটির দক্ষিণাঞ্চলের জরুরি উদ্ধার কেন্দ্র থেকে বলা হয়।
রয়টার্সের খবরে বলা হয়, ফ্লাইদুবাই বোয়িং-৭৩৮-৮০০ বিমানটি দুবাই থেকে ৫৫ যাত্রী নিয়ে রোস্তভ-অন-ডন বিমানবন্দরে যায়। কিন্তু অবতরণের সময় রানওয়ে ধরতে ব্যর্থ হয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ওই বিমানে ৫৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের খবরে বলা হয়, এ দুর্ঘটনার কারণে রোস্তভ-অন-ডন বিমানবন্দর মস্কোর সময় সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
এক টুইটার বার্তায় বোয়িং এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার দুর্ঘটনার ব্যাপারে আমরা অবগত। আরো তথ্য সংগ্রহের জন্য আমাদের প্রতিনিধিদল কাজ করছে।

অনলাইন ডেস্ক