৯৫ বছর পর মার্কিন নৌবাহিনীর জাহাজের সন্ধান!
৯৫ বছর আগে ৫৬ জন যাত্রী নিয়ে হারিয়ে যাওয়া মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফান্সিস্কোর উপকূলে এর সন্ধান পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জাহাজটির সন্ধান পাওয়া যাওয়ায় মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একটি বড় রহস্যের অবসান হলো।
মার্কিন নৌবাহিনী ও জাতীয় সামুদ্রিক আবহাওয়াবিষয়ক প্রশাসন (এনওএএ) এক যৌথবিবৃতিতে জানায়, ১৯২১ সালের ২৫ মার্চ হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারের উদ্দেশে সান ফ্রান্সিস্কো ত্যাগ করার পর ইউএসএস কনেস্টোগা টাগ বোট নিখোঁজ হয়। শান্তিকালীন এটিই মার্কিন নৌবাহিনীর জাহাজ হারিয়ে যাওয়ার সর্বশেষ ঘটনা ছিল।
পরিবেশ পর্যবেক্ষণ ও পূর্বাভাসের সহকারী বাণিজ্য সচিব এবং এনওএএর উপপ্রশাসক ম্যানশন ব্রাউন বলেন, ‘প্রায় এক শতক ধরে কনেস্টোগা নিখোঁজ থাকায় একটি বড় রহস্যের সৃষ্টি হয়েছিল।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০০৯ সালে সান ফ্রান্সিসকোর প্রায় ৩০ মাইল পশ্চিমে ফারালন দ্বীপপুঞ্জের কাছে এনওএএর একটি গবেষক দল কাজ করার সময় ১৮৯ ফুট (৫৮ মিটার) গভীরে প্রাথমিকভাবে জাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। ২০১৫ সালের অক্টোবরে গ্রেটার ফারালনস ন্যাশনাল মেরিন সেংকচুরির দক্ষিণপূর্ব ফারালন দ্বীপের তিন মাইল দূরে কনেস্টোগার ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছিল।
বিশেষজ্ঞদের ধারণা, ঝড়ো আবহাওয়ার কারণে জাহাজটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এর ক্রু।
সমুদ্রতলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ মূলত অক্ষত রয়েছে। কিন্তু কাঠের ডেক এবং অন্যান্য উপাদানগুলো ধসে গেছে। জাহাজের কাঠামটি ঝুলে আছে এবং নানা ধরনের সামুদ্রিক প্রাণী এর ভিতরে বাসা বেঁধেছে।

অনলাইন ডেস্ক