মার্কিন সেনাদের আইএসের হুমকি, তদন্ত চলছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/22/photo-1426997170.jpg)
অনলাইনে প্রায় ১০০ মার্কিন সেনার প্রতি জঙ্গিগোষ্ঠী আইএসের হুমকির বিষয়টি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জঙ্গিগোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে সেনাদের নাম-ঠিকানাসহ একটি তালিকা প্রকাশ করেছে।
আইএস জানিয়েছে, সার্ভার ও ডাটাবেজ হ্যাকিং করে তারা এসব তথ্য বের করেছে। তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে, এসব তথ্য পাবলিক ডোমেইনেই (উন্মুক্ত ওয়েবসাইট) ছিল।
যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, তালিকায় যাদের নাম রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জঙ্গিগোষ্ঠীটি নিজেদের ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন দাবি করে জানিয়েছে, তালিকায় থাকা সেনাসদস্যরা আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সমর্থকদের চূড়ান্ত পদক্ষেপ এবং সেনাসদস্যদের ব্যাপারটি দেখার আহ্বান জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারব না, তবে বিষয়টি লক্ষ রাখছি।’
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আইন প্রয়োগকারী সংস্থার এক মুখপাত্র বলেন, সেনাসদস্যদের অনলাইনে হাতের ছাপ ও ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।