ওয়াশিংটন ও আলাস্কায় জয় পেয়েছেন স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়নের দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি। আর হাওয়াইয়েও জয় পাওয়ার সম্ভাবনা আছে স্যান্ডার্সের।
বিবিসি জানিয়েছে, ওয়াশিংটনের ৭২ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা আছে স্যান্ডার্সের, যেখানে ডেমোক্রেটিক দলের অপর মনোনয়নপ্রত্যাশী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ২৭ শতাংশ ভোট পেতে পারেন। আর আলাস্কায় ৭৯ শতাংশ ভোট পেয়েছেন স্যান্ডার্স, যেখানে হিলারি পেয়েছেন ২১ শতাংশ ভোট।
জানা গেছে, তিনটি অঙ্গরাজ্যের মধ্যে ওয়াশিংটন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ডেলিগেটের সংখ্যা ১০১ জন। আলাস্কা ও হাওয়াইয়ে ডেলিগেট সংখ্যা যথাক্রমে ১৬ ও ২৫।
তবে ডেলিগেটের সমর্থনের দিক থেকে এখনো স্যান্ডার্সের চেয়ে বেশ এগিয়ে আছেন হিলারি। বার্তা সংস্থা এপির সর্বশেষ তথ্য অনুযায়ী, হিলারি পেয়েছেন এক হাজার ৭০৩ ডেলিগেটের সমর্থন, যাঁর মধ্যে ৪৬৯ জন সুপারডেলিগেট। তবে মনোনয়ন পেতে হলে হিলারিকে আরো ৬৮০ ডেলিগেটের সমর্থন পেতে হবে। আর বার্নি স্যান্ডার্স এ পর্যন্ত ৯৮৫ ডেলিগেটের সমর্থন পেয়েছে, যাঁর মধ্যে ২৯ জন সুপারডেলিগেট। মনোনয়ন পেতে হলে তাঁকে আরো এক হাজার ৩৯৮ ডেলিগেটের সমর্থন পেতে হবে। ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেতে দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়। এখানে বলে রাখা প্রয়োজন, সুপারডেলিগেটরা এপিকে তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন। তাঁরা সমর্থন পরিবর্তন করতে পারেন।
এদিকে, রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে প্রয়োজন হয় এক হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থন। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৭৩৯ ডেলিগেটের সমর্থন। মনোনয়ন পেতে তাঁকে আরো ৪৯৮ ডেলিগেটের সমর্থন পেতে হবে। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ পেয়েছেন ৪৬৫ ডেলিগেটের সমর্থন, তাঁর আরো ৭৭২ ডেলিগেটের সমর্থন প্রয়োজন। রিপাবলিকান দলের অপর মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচ ১৪৩ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। মনোনয়ন পেতে হলে ক্যাসিচকে আরো এক হাজার ৯৪ ডেলিগেটের সমর্থন পেতে হবে।