যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বিধ্বস্ত ইউরোকপ্টার এএস-৩৫০। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার ‘ইউরোকপ্টার এএস-৩৫০’ বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলাবামায় সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসের এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মী এবং একজন ওই বিমানের পাইলট রয়েছেন।
এদিকে কর্তৃপক্ষের বরাত দিয়ে ইন্টারন্যালনাল রেড ক্রস জানায়, জীবনরক্ষার কাজে নিয়োজিত ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে রোগীসহ এর চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট, নার্স ও মেডিকেল কর্মী রয়েছেন।
এদিকে, ইউরোকপ্টার এএস-৩৫০ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।