হিটলারকে মহামানব বলায় ব্রিটেনে মুসলিম কাউন্সিলর বরখাস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460275077.jpg)
হিটলার ও ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ব্রিটেনে এক মুসলিম নারী কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে লুটনের এই লেবার কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন এবং এসব মন্তব্যের জন্য অন্যকে দায়ী করেছেন।
ডেইলি মেইল জানিয়েছে, লুটনে শহরের লেবার পার্টির নারী কাউন্সিলর আয়সেগুল গুরবাজ (২০) টুইটারে ২০১১ থেকে ২০১৪ সালে কিছু বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ আছে। গত শুক্রবার রাতে তাঁকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আয়সেগুলের টুইটার অ্যাকাউন্টে ২০১৩ সালের এক মন্তব্য করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইহুদিরা বেশ শক্তিশালী, যা অত্যন্ত বিরক্তিকর। অপর এক টুইটে লেখা হয়েছে, তিনি আশা করেন, ইরান পরামাণু অস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে। ২০১২ সালের এক টুইটে লেখা হয়েছে, এড মিলিব্যান্ড ইহুদি। তিনি কোনোদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারবেন না। ২০১১ সালের এক টুইটে বলা হয়েছে, হিটলার ইতিহাসের শ্রেষ্ঠ মহামানব। এ ছাড়া ইহুদিবিরোধী আন্দোলনেও বিতর্কিত মন্তব্যের জন্য আয়সেগুলকে দায়ী করা হয়।
অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার রাতেই আয়সেগুল টুইট করেন, এসব বিতর্কিত মন্তব্য তিনি নিজে দেননি। অ্যাকাউন্টটি যৌথভাবে তিনি এবং তাঁর বোন পরিচালনা করতেন। ওই মন্তব্য হয়তো তাঁর বোন করে থাকতে পারে। তিনি আরো লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি বিস্মিত, কারণ তাঁর সঙ্গে ইহুদি সমাজের ভালো সম্পর্ক আছে।
ব্রিটেনের লেবার দলের মুখমাত্র বলেন, একটি অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর আয়সেগুল গুরবাজকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, গত বছর হাই টাউন ওয়ার্ড নির্বাচনের মাধ্যমে লুটনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর হন আয়সেগুল গুরবাজ। বর্তমানে তিনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছেন। বিশ্ববিদ্যালয়টির ফ্রেন্ডস অব প্যালেস্টাইন নামক একটি সংগঠনে আয়সেগুল গুরবাজ সংগঠক হিসেবে কাজ করছেন।
ব্রিটেনের লেবার পার্টির কোনো সদস্যের বিরুদ্ধে ইহুদি বিরোধিতার অভিযোগ এটিই প্রথম নয়। এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার ক্লাবের এক শীর্ষ নেতা পদত্যাগ করেন। তিনি দাবি করেন, ইহুদিদের নিয়ে এর অধিকাংশ সদস্যেরই কোনো ধরনের সমস্যা আছে। বর্তমানে ওই বিষয় নিয়ে লেবার দলের মধ্যেই তদন্ত চলছে। ইহুদিবিরোধী মন্তব্যের অভিযোগে এর আগে লেবার নেতা ও ব্রাডফোর্ডের সাবেক মেয়র খাদিম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে লেবার পার্টির জ্যেষ্ঠ ইহুদি নেতা লুইজ এলম্যান গত সপ্তাহে দাবি করেন, দলের মধ্যে ইহুদিবিরোধী মনোভাব দূর করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।