জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত নয়, আহত আড়াইশর বেশি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/15/photo-1460696626.jpg)
জাপানের দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আড়াইশর বেশি মানুষ। আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, গতকাল রাত ৯টা ২৬ মিনিটে দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপ ও এর আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এর কিছুক্ষণ পরেই আবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পরই ওই অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।
জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে অনেক ভবন। এসব ধসে পড়া ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি বিভাগ। আর অনেক মানুষকে নিরাপত্তার জন্য খোলা স্থানে নেওয়া হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জনিয়েছে, ওই দ্বীপে থাকা দুটি পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। কিউশু দ্বীপে সহায়তার জন্য সেনা পাঠানো হয়েছে। জরুরি নিরাপত্তা বিভাগ ও রেড ক্রস রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে। ভূমিকম্পের স্থানীয় এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। বিবিসি জানিয়েছে, কিউশু দ্বীপের ১৬ হাজার বাড়িঘর এখনো বিদ্যুৎহীন। ভূমিকম্পের কারণে বিচ্ছিন্ন হয়েছে ৩৮ হাজার বাড়ির গ্যাস সংযোগ। এ ছাড়া পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনো রেল যোগাযোগ বন্ধ আছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।