আবারও ব্যর্থ আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা
আফগানিস্তানের তালেবান সরকার শনিবার (৮ নভেম্বর) বলেছে, তুরস্কে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হয়েছে। দেশটি এর জন্য ইসলামাবাদকে তাদের ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘অসহযোগিতামূলক’ মনোভাবের জন্য দায়ী করেছে। খবর এএফপির।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আলোচনার সময় পাকিস্তানি পক্ষ তাদের নিরাপত্তার সমস্ত দায়ভার আফগান সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে, অথচ আফগানিস্তানের নিরাপত্তা বা তাদের নিজেদের নিরাপত্তার জন্য কোনো দায় নিতে আগ্রহ দেখায়নি।’
আরও পড়ুন : সীমান্ত উত্তেজনার মধ্যেও আলোচনায় ফিরছে পাকিস্তান-আফগানিস্তান
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তানি প্রতিনিধিদলের দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগী মনোভাব কোনো ফল বয়ে আনেনি।’
অবশ্য ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, আলোচনা ভেস্তে যাচ্ছে। তিনি বলেছিলেন, সন্ত্রাস দমনে তাদের প্রতিশ্রুতি পূরণের দায় আফগানিস্তানের উপর বর্তায়, যা তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে।
আতাউল্লাহ তারার বলেন, ‘পাকিস্তান তার জনগণ এবং সার্বভৌমত্বের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সমস্ত বিকল্প পন্থা প্রয়োগ অব্যাহত রাখবে।’
২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালেবান। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের পর ১৯ অক্টোবর কাতারে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। সেখান থেকে শান্তি আলোচনায় সম্মত হওয়ার চেষ্টা করার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে মিলিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক