যুক্তরাষ্ট্রের স্কুলের নাম হিটলার রাখার প্রস্তাব
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি স্কুলের নাম হিটলার রাখার প্রস্তাব হয়েছে। স্কুলের প্রস্তাবিত নাম বলা হয়েছে’ দি অ্যাডলফ হিটলার স্কুল ফর ফ্রেন্ডশিপ অ্যান্ড টলারেন্স’। বিতর্কিত ওই পস্তাবে আটজন সমর্থনও দিয়েছেন।
হাফিংটন পোস্ট জানিয়েছে, টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়টির বর্তমান নাম রবার্ট ই. লি এলিমেন্টারি। তবে অনেকেই যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার এই কনফেডারেট জেনারেলের নামে স্কুল নিয়ে প্রশ্ন তোলেন। এই পরিপ্রেক্ষিতে নতুন নাম প্রস্তাব করা হয় স্কুলের পরিচালনা পর্ষদে। এক প্রস্তাবে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি নেতা হিটলারের নাম।
ফক্স নিউজ জানিয়েছে, এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়প্রত্যাশী মার্কিন ব্যবসায়ী ট্রাম্পের নামও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে আরো আছেন, লেখিকা হার্পার লি, চলচ্চিত্র পরিচালক স্পাইক লি, অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ব্রুস লি।
স্কুলের নাম হিসেবে হিটলার প্রস্তাবে অনেকে বিরূপ মন্তব্য করেন। একইভাবে ট্রাম্পের নাম নিয়েও অনেকে বিরক্তি প্রকাশ করেন। মনোনয়নের দৌড়ে বিভিন্ন বক্তৃতায় মেক্সিকান ও সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প এরই মধ্যে তোপের মুখে আছেন। এই বিতর্কিত মনোনয়নপ্রত্যাশী কোনো মুসলমানকেই যুক্তরাষ্ট্রে রাখার বিরোধী।
নামের প্রস্তাবে এরই মধ্যে আংশিক ভোট গ্রহণ হয়েছে। এতে দেখা গেছে, ট্রাম্প নামের প্রস্তাবই পেয়েছে সর্বোচ্চ ৪৫ ভোট। আর হার্পার লি প্রস্তাবে ৩০ ভোট, হিটলার প্রস্তাবে ৮ ভোট, স্পাইক লি প্রস্তাবে ৪ ভোট এবং ব্রুস লি প্রস্তাবে ৩ ভোট পড়েছে। এদিকে স্কুলের বর্তমান নাম রাখার পক্ষেই ভোট দিয়েছেন ৩৪ জন।
স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, ভোটের হিসাব অনুযায়ী প্রথম তিনটি প্রস্তাব আগামী ২৩ মে স্কুলের ট্রাস্টি বোর্ডের কাছে তোলা হবে।

অনলাইন ডেস্ক