তুরস্কের প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ মীমাংসা নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আহমেদ দাভুতোগলু পদত্যাগের পর দুজন ব্যক্তিকে তাঁর পদে বসানোর কথা ভাবা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন এমন সম্ভাব্য দুজন হলেন, বর্তমান পরিবহনমন্ত্রী বিনালি ইলদিরিম এবং জ্বালানিমন্ত্রী বেরিত আভবাইরাক। এর মধ্যে বেরিত হলেন প্রেসিডেন্ট এরদোগানের বড় মেয়ে এসরার স্বামী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী দাভুতোগলু দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির অন্যতম প্রধান নেতা। দলটির নীতিমালা অনুযায়ী, দলের প্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি হয়ে থাকেন। কিন্তু প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র হওয়ায় এরদোগান গত বছরের জুন মাসে দাভুতোগলুকে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন।
কিন্তু সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দাভুতোগলুর নানা বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হয়। সম্প্রতি ইউরোপের শরণার্থীর প্রবাহ কমিয়ে আনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরেকটি চুক্তি স্বক্ষরের পর এরদোগানের সঙ্গে তাঁর বিরোধ চরমে পৌঁছে। এছাড়া বিনা বিচারে সাংবাদিকদের আটকের একটি বিল পাস করা নিয়েও তাঁর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট এরদোগান।
এদিকে পদত্যাগের পর আজ একে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে বিদায়ী প্রধানমন্ত্রী দাভুতোগলুর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপর তাঁর ভবিষ্যৎ কী হবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।