ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আজ সোমবার সকালে ‘রা’দ’ নামের ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়। উর্দু শব্দ ‘রা’দ’ এর অর্থ ঝড়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ খবরটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরমাণু অস্ত্র ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম এয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ভূমি কিংবা সাগরে সাড়ে ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানায়, ক্রুজ প্রযুক্তি খুবই জটিল একটি বিষয়। বিশ্বের অল্পকয়েকটি দেশের কাছে এ প্রযুক্তি রয়েছে। নতুন এই ক্রুজ মিসাইলটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে প্রায় মাটির কাছাকাছি উড়ে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্থানীয় প্রযুক্তিতে নির্মিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর অসাধারণ কৃতিত্ব অর্জন করায় সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন ।
পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি একটি বিরাট অর্জন, পাকিস্তানের পরমাণু অস্ত্রের ইতিহাসে একটি মাইলফলক।