কুয়েতে প্রথম রোজা পালন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতে পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। গতকাল রোববার মাগরিবের পর কুয়েতে চাঁদ দেখা গেছে। এর পর থেকে স্থানীয় বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে পবিত্র রমজানের আগমনের বার্তা।
কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাস আগমনে কুয়েতের মহামান্য আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটির নাগরিক ও প্রবাসীদের অভিনন্দন জানান।