দ্বিতীয়বারের মতো মুরসির যাবজ্জীবন
মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি স্থানীয় আদালত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুসলিম ব্রাদারহুডের এ নেতার যাবজ্জীবন সাজা হলো।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার দেশটির আদালত দেশের গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে মুরসির বিরুদ্ধে ওই রায় দেন। ওই রায়ে তাঁর আরো ছয় সঙ্গীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এঁদের মধ্যে তিনজন সাংবাদিক, দুজন সরকারি আমলা ও একজন সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন। এঁরা কাতারের কাছে গুরুত্বপূর্ণ নথি হস্তান্তরে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।
মুরসির আইনজীবী আবদেল মোনেইম আবদেল মাকসুদ রয়টার্সকে জানান, কাতারের কাছে দেশের গুরুত্বপূর্ণ নথি সরবরাহ করার অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে একটি বেআইনি প্রতিষ্ঠান চালানোর অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১২ ও ২০১৩ সালে যখন মুরসি ক্ষমতায় ছিলেন, তখন তাঁর মুসলিম ব্রাদারহুডের নেতা হিসেবে তাঁকে সব সময় সমর্থন করেছে কাতার।