ইতালিতে গুলিতে বিচারকসহ নিহত ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/10/photo-1428647120.jpg)
ইতালির মিলান শহরের বিচার ভবনে গুলি করে তিনজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এ ঘটনায় ক্লউদিও গিয়ারদিয়েল্লো নামের এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সাবেক এক আইনজীবী, একজন বিচারক ও ক্লউদিওর একজন সহ-বিবাদী। কড়া নিরাপত্তাবেষ্টিত এই ভবনের মধ্যে ক্লউদিও কীভাবে অস্ত্র পেল, এখন সে প্রশ্নই উঠেছে।
বিবিসি জানিয়েছে, মোনজা শহরের কাছে মিলানের কেন্দ্রস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে ভাইমারকাতে শহরের সামরিক পুলিশ সদস্যরা এই সন্দেহভাজন ক্লউদিওকে আটক করে। তারা ক্লওদিওর ছবি প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফেনো জানিয়েছেন, সন্দেহভাজন হত্যাকারীকে মিলান এলাকার একটি সামরিক পুলিশের ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে।
গত বুধবার সকালে বিচার ভবনের ভেতরে বেশ কয়েকটি গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবী মার্সেলো ইলিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা কমপক্ষে তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা বোঝার চেষ্টা করছিলাম, কী ঘটছে। পুলিশ আমাদের বিচারকক্ষ থেকে বেরিয়ে যেতে না করে। কয়েক মিনিট পর আমরা বেরিয়ে আসি। পুলিশ প্রথমে নারীদের বের করে নিয়ে আসে।’
কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে লা রিপাবলিকা পত্রিকা জানায়, বিচার ভবনের তিনতলায় আদালতকক্ষে এই বন্দুকধারী একটি দেউলিয়াত্ব-সংক্রান্ত মামলার শুনানিতে যোগ দিতে এসেছিলেন। শুনানির সময় হঠাৎ তিনি আইনজীবী লোরেঞ্জো আলবের্তো ক্ল্যারিস আপ্পিয়ানি, তাঁর সহ-বিবাদী গিয়র্গিও এরবা ও এক বিচারককে গুলি করে। লোরেঞ্জো এ মামলার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।