ভিডিওতে মার্কিন পুলিশের নিন্দা করেন লুইজিয়ানায় হামলাকারী
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে মার্কিন পুলিশের নিন্দা করেছেন লুইজিয়ানার হামলাকারী। ভিডিও ও লেখায় তিনি কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশের ‘ব্যবহারের’ সমালোচনা করে এর ‘সমুচিত জবাব’ দেওয়ার আহ্বান জানান।
বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ব্যাটন রুজে হামলা চালিয়ে তিন পুলিশ হত্যাকারীর পরিচয় জানিয়েছে পুলিশ। গ্যাভিন লং নামের ২৯ বছর বয়সী এই হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ মার্কিনি।
পুলিশের তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির বাসিন্দা গ্যাভিন লং মেরিন সেনা হিসেবে পাঁচ বছর মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেন। সামরিক বাহিনীতে কাজের স্বীকৃতি স্বরূপ পদকও পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাভিন লংয়ের অ্যাকাউন্টের অনেক ভিডিও এবং লেখায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মার্কিনি হত্যার নিন্দা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে গ্যাভিন লং বলেন, নিজের চিন্তা তিনি নিজেই করেন, নিজের সিদ্ধান্তও তাঁর। অপর এক ভিডিওতে টেক্সাসের ডালাসে হামলা চালিয়ে পাঁচ পুলিশ হত্যাকারী অপর মার্কিন সেনা মিকাহ জনসনের প্রশংসা করেন তিনি।
সম্প্রতি টেক্সাসের ডালাসে মিকাহ জনসনের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন। ওই ঘটনায় আহত হন ১১ পুলিশ সদস্য। পরে পুলিশের হাতে নিহত হন মিকাহ জনসন।
দুই সপ্তাহ আগে লুইজিয়ানার ব্যাটন রুজে অ্যাল্টন স্টারলিং নামের এক কৃষ্ণাঙ্গ মার্কিনি পুলিশের গুলিতে নিহত হন। মিনেসোটায় অপর এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের হাতে নিহত হয়। দুটি ঘটনার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন স্থানে পুলিশবিরোধী বিক্ষোভ চলছে।

অনলাইন ডেস্ক