চীনের পার্কে বাঘের আক্রমণে নারী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/25/photo-1469426685.jpg)
চীনের বেইজিংয়ের একটি পার্কে বাঘের আক্রমণে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল রোববার বেইজিংয়ের ইয়ানকিং এলাকায় বন্য প্রাণীদের জন্য উন্মুক্ত ওই পার্কে এ ঘটনা ঘটে। চীনের সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
পার্কে বাঘের হামলার ঘটনাটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। গতকাল ইউটিউবে পোস্ট করা এই ভিডিও এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।
চীনের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বন্য প্রাণী উন্মুক্ত থাকা পার্কে নারীর বের হওয়াই ভুল হয়েছে বলে দাবি করা হয়। কারণ ওই পার্কে গাড়ি নিয়ে চলার সুবিধা দেওয়া হলেও গাড়ি থামানো বা বাইরে বের হওয়া নিষেধ।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাঘ এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে বেরিয়ে আসেন এক পুরুষ এবং অপর এক নারী। এ সময় সহায়তার জন্য এগিয়ে আসা ওই নারীকে বাঘ আক্রমণ করে। আরেকটি বাঘ তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পার্ক সংশ্লিষ্টরা জানান, তিনি মারা গেছেন। হামলার শিকার প্রথম নারী আহত হয়েছেন। তবে ওই পুরুষের কোনো ক্ষতি হয়নি।
ইয়ানকিং অঞ্চলের স্থানীয় সরকার জানিয়েছে, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের পরিচয় জানায়নি তারা।
বন্য প্রাণী উন্মুক্ত রাখা পার্কের কর্মকর্তারা ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে পার্কটি এখন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
পার্কে নারীর ওপর বাঘের হামলার ভিডিও দেখুন: